Skip to content

ফাদার্সডে'র সারপ্রাইজ

ব্লগারের প্রোফাইল ছবিইংল্যান্ডে এসেছি ৯ বছর হতে চলছে , এখনো সকালে ডাল-ভাতই আমার ব্রেকফাস্ট। আমার মেয়েরা একজন ৭ এর কাছাকাছি, আরেকজন ৫ এর। তারা সকালে আমার ভাত খাও‌‌য়া দেখে হাসাহাসি করে।

ফাদার্সডে নিয়ে অনেকেই জানতে চেয়েছেন আমার মেয়েরা আমাকে কিভাবে সারপ্রাইজ দিলো, ব্যাগে কি ছিলো? শুনে অবাক হবেন, আজ সকাল সাড়ে দশটা'র দিকে দুই মেয়ে আমাকে ঘুম থেকে উঠিয়ে বলে, বাবা তোমার সারপ্রাইজ রেডি।

আমি চোখ মেলে দেখি তারা আমার জন্য ব্রেকফাস্ট সাজিয়ে এনেছে, সাথে হ্যান্ডমেইড কার্ড!

-
আর আমি এখন আমার বাবাকে ফোন দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। জানি কিছুই বলা হবে না এই ফাদার্সডে নিয়ে। এমনি কি করো, শরীর কেমন এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে কথাবার্তা। তবুও ভালোবাসি।


ব্লগারের প্রোফাইল ছবি

ভালো, দুই মেয়ের বাবা হওয়া সৌভাগ্যের বিষয়।
মেয়েরা বাবার জন্য ভালো, স্বাস্হ্যকর ব্রেকফাস্ট বানায়েছে দেখছি; হ্যাপি ফাদার'স ডে।

__________________________
'৭১ সালের মানুষদের স্বপ্ন, এখনো জীবিত!


ব্লগারের প্রোফাইল ছবি

বিদেশে গেছেন রুটি মাখন খাবেন, কি সব ডাল-ভাত খান। ডাল ভাতের বন্দোবস্ত ত দেশে থেকে বাদাম বেচলেই করা যায় এর জন্য কি লন্ডন যাওয়া লাগে। আপনারা জাতে উঠলেন না, সেই ভেতো বাংগালিই থেকে গেলেন।

glqxz9283 sfy39587p07