Skip to content

সালাম

ব্লগারের প্রোফাইল ছবি

আমার ব্লগ ডট কম এর সকল সদস্য, সদস্যা, পাঠক, পাঠিকা ও ব্লগ পরিচালক মণ্ডলী মহোদয়বৃন্দকে সালাম। অনেক দিন হল আমার ব্লগ ডট কম এ আসা হয় না। আজ হঠাৎ করে ব্লগে প্রবেশ করে আমার মাথা খারাপ হওয়ার অবস্থা। এ কী হাল হয়েছে ব্লগের।
আজ থেকে বছর দুই আগে যখন আমাকে আমার ব্লগ ডট কম ছাড়তে বাধ্য করা হয়, তখন এই ব্লগটির কি জৌলুশ ই না ছিল। তখন ৫০-৬০ জন ব্লগার সব সময় লগইন থাকতো, থাকতো ৩-৪ শ অতিথি, একের পর এক লেখা পোষ্ট হতো, মন্তব্যের পর মন্তব্য পড়তো। বিতর্কে সরগরম থাকতো সারাদিন সারারাত। আপসোস!!!

glqxz9283 sfy39587p07