Skip to content

বায়ুপোকা

ব্লগারের প্রোফাইল ছবি

না না কোন ধ্বংসযজ্ঞ হয় নি
কোন ঝড়ও আসেনি অচেনা হস্তি পদ নিয়ে।
তবু চারদিকে সব লন্ডভন্ড
ধোয়ায় গেছে ডেকে শহরের রাস্তা কাদা তলে।
এ কি প্রলয়? এ কি কেয়ামতের কেরামতি?
বায়ুর সাগরে বালুতে নিয়েছে বসত
একের বিশ্বাস অপরের শ্বাস প্রশ্বাস নিচ্ছে কেড়ে।
সন্দিহান মনে বেড়েছে দুর্নীতির দালান
পাহাড়ের চূড়া নিয়েছে মাথে ওই ভন্ডের দল।
একের চোখে অন্যের শত্রু হয় চাষ
দম বন্ধ হওয়া আয়োজনে বেড়েছে রেষারেষি।
পরকালের পাতায় বিশ্বাস বন্ধকে
ইহকালের চেতনায় নেই এক কণা বিশ্বাস।
শুধু আত্মহুঙ্কার আর আত্মশ্রেয়ের ঘোষনা
পরনিন্দা পরচর্চা বেড়েছে ধর্মের পোশাকে।
কোথাও কোন শান্তি নেই
দোযক হয়েছে জাণ্নাতি ধরা জান্নাতের অভিলাষে।
না না হেথায় কোণ বিশ্বযুদ্ধ হয় নি
হয়নি মহামারি খাদ্যের সঙ্কটে ।
স্নায়ুতে বসেছে বায়ুপোকা ওই চিলের ডানা ভরে
তবু বিশ্বাস করি একদিন সুদিন আসবেই ফিরে।

glqxz9283 sfy39587p07