Skip to content

অনভ্যাসে

ব্লগারের প্রোফাইল ছবি

মঙ্গল গ্রহে কী পানি আছে বাচার তরে
নাকি তা জগন্য ,ঈশ্বর আল্লার কাছে মানবের তরে?
নগন্য এই লোকালয় বরেণ্য ধরার মাঝে
যা দেখাল দুখের নৌকায় চড়ে সুখের পাড়ের আশে।
সেথায় ঈশ্বরের মানব কল্পনা প্রশ্নের কাঠগড়ায়।
আমরা মানব, নিজের কীর্তন নিজেই করি বাহুতুলে
নিজের কাছে নিজেই রাজা রানী সাজি দিবা রাতি।
আমরা নিজেই করি চাষ স্বর্গের নিজেই নরকের
নিজেই জলের তরে নদী সাজি
সেই নদীতে বাস কুমিরের.../
ভালবাসার অভ্যাস চাই প্রতিদিন ,চাই খাতা কলম চিত্র
আবেগের রশিদ হিসাব চাই, চাই আবার অপরিমাণ;
এই দুনিয়ায় আমরাই মাটি আমরাই আসমান।
আমার উপর ঈশ্বর আছে,আমি আছি সবার পরে
ঈশ্বরের কাছ হতেই শিখেছি রোজা, পুজা, নামাজ;
কেমনে নিতে হয় আদায় করে।

মঙ্গলের পানি আছে বিশ্বাসে অবিশ্বাস্য অনুভবে
দেখা হয় নি যাহা চোখ মেলে।
তবু সম্মুখের প্রদর্শিত মানবের অপ্রদর্শিত অনুভবের ভালবাসাতে
বিশ্বাস থাকে না অনভ্যাসে।

glqxz9283 sfy39587p07