Skip to content

নির্বাক বাবা !

ব্লগারের প্রোফাইল ছবি

একদিন এক খুব ধনি পিতা তাঁর ছেলেকে নিয়ে একটা গরীব গ্রামে গেলেন ছেলেকে দেখানোর জন্য যে মানুষ কত গরীব হতে পারে আর কত কষ্ট করে জীবন যাপন করে।তারা একজন খুব গরীব পরিবারের সাথে কয়েকদিন কাটালেন।ফিরার পথে বাবা ছেলেকে জিজ্ঞাস করলো,”তোমার ভ্রমনটা কেমন হলো?”

“খুবই ভালো বাবা”

”তুমি কি দেখেছো এই গরীব লোকগুলো কি করে জীবন যাপন করে?”বাবা জিজ্ঞাস করলো।

“হ্যাঁ বাবা”ছেলের জবাব।

“তাহলে বলো,এই ভ্রমন থেকে তুমি কি শিখলে?”বাবা জানতে চাইলো।

ছেলের জবাব,

“আমি দেখলাম আমাদের একটা কুকুর আছে আর তাদের চারটা।

আমাদের একটা পুল আছে যেটা বাগানের মাঝখান পর্যন্ত গেছে আর তাদের একটা ছোট নদী আছে যেটার কোন শেষ নেই।

আমাদের বাগানে একটা আমদানি করা বাতি আছে আর তাদের আছে রাতের আকাশ ভর্তি তারা।

আমাদের বাড়ির উঠানটা বাগান পর্যন্ত পৌঁছেচে কিন্তু তাদেরটা দিগন্ত বিস্তৃত।

আমাদের থাকার জন্য একটা ছোট জায়গা আছে আর তাদের আছে অনেক বড় যেটা প্রান্তসীমা দৃষ্টিসীমার বাহিরে।

আমাদের ভৃত্য আছে যারা আমাদের সাহায্য করে আর ওরা অন্যদের সাহায্য করে।

আমরা আমাদের খাবার ক্রয় করি আর তারা নিজেদের খাবার উৎপাদন করে।

আমাদের বাড়ির চারপাশে দেয়াল আছে আমাদের সুরক্ষার জন্য আর তাদের সুরক্ষার জন্য আছে তাদের বন্ধুরা।“

এই শুনে ছেলের বাবা বাকশূন্য হয়ে গেলেন।

তার ছেলে তাকে আরো বললো,”ধন্যবাদ বাবা,আমারা কত গরীব তা আমাকে দেখানোর জন্য।“ব্লগারের প্রোফাইল ছবি

পেয়েই শেয়ার করলাম smile :) :-)

____________________________________________________________________

Beautiful words aren't always truthful and truthful words aren't always beautiful..


ব্লগারের প্রোফাইল ছবি

:]উজবুক হইতে মঞ্চায়

-----------------------------------
বিনা প্রমাণে যা দাবি করা যায়, বিনা প্রমাণে তা প্রত্যাখ্যানও করা যায়- খ্রিস্টোফার হিচেন্স


ব্লগারের প্রোফাইল ছবি

@দাদা তপন, আমার ঐ বাপ হইতে মন চায়...

ট্যাকাতো থাকবো কি কন ??? Wink

____________________________________________________________________

Beautiful words aren't always truthful and truthful words aren't always beautiful..


ব্লগারের প্রোফাইল ছবি

পোলার বাপে উলটা শিক্ষা দিয়া পোলারে নিয়ে গেছে সিধা কি দেখায় তে, পোলার কি দোষ পোলাতো ঠিকই দেখছে, বাপ্রে ঠেংগানোর দরকার।


ব্লগারের প্রোফাইল ছবি

@গরীব মানুষ,বাপ্রে ঠেংগানোর দরকার
(Y) (Y) (Y)

____________________________________________________________________

Beautiful words aren't always truthful and truthful words aren't always beautiful..

glqxz9283 sfy39587p07