Skip to content

‘আজম খালেদার বাসায় ছিল’ - সুরঞ্জিত সেনগুপ্ত

ব্লগারের প্রোফাইল ছবি


রেলওয়ে গেট কেলেঙ্কারির ঘটনার ছয় মাস পর দেয়া গাড়ি চালক আজম খানের বক্তব্যের বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া না জানালেও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত জানিয়েছেন, গাড়ি চালক আজম বিরোধী দলের নেতা খালেদা জিয়ার
বাসায় ছিল। এখন বেরিয়ে এসে আমার সম্পর্কে নানা কথা বলছে।

আজ বিকালে সিলেট সার্কিট হাউসে অবস্থানকালে মন্ত্রী সাংবাদিকদের কাছে এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আজমের বক্তব্যে ব্যাপারে আমার কোন ইন্টারেষ্ট নেই। আপনাদের এতো ইন্টারেষ্ট কেন?


ব্লগারের প্রোফাইল ছবি

চোরা তোমার ইন্টারেস্ট থাকবো ক্যান? আছে তো আতংক!!!


ব্লগারের প্রোফাইল ছবি

ভুলে যাবো তাই মনে রাখার যতো আয়োজন


ব্লগারের প্রোফাইল ছবি

ইন্তালেষ্ট থাকলেই তো পাবলিকের পোন্দানী খাইবো তাই উনি ইন্তালেষ্ট হীন থাকার প্রক্রিয়া অর্জন করছেন!hala abal kunhankar!

-আমি আমার বংশধরকে এই পুড়ে যাওয়া কয়লা কালো সমাজে দেখতে চাইনা।
-ক্ষয় হয়ে যাওয়া সমাজে কিছু ইট,সিমেন্ট,বালুর খুবই প্রয়োজন।


---জনৈক দেশপ্রেমিক


ব্লগারের প্রোফাইল ছবি

শত্য কথায় ইন্টারেস্ট থাকবে কেন। ইন্টারেসটতো শুধু টাকার প্রতি আর মহাপ্রধানমন্ত্রির পাদুকা চাটায়।
নামটা সুরঞ্জীত কিন্তু আচরনে ময়লা দূর্গন্ধময়।আর কত কথাদিয়ে দেশবাষিকে চুতিয়া বানাবেন। এবার
পাঁছাঁর কাপড় খোলা হোলে বুঝবেন গন্ধ কোথায়।এতদিন তো শুধু অন্যের গন্ধ শুঁকেছেন এবার নাহয়
নীজেরটা শুকুন।


ব্লগারের প্রোফাইল ছবি

বেহায়া সুরঞ্জিতের নির্লজ্জ মিথ্যাচারিতার পরেও কিভাবে তিনি এখনও মন্ত্রী থাকছেন সেটাও একবার ভাবেন! সব দোষ তার একার কি করে হয়? দাদার উপরেও দাদা আছে নাকি?

glqxz9283 sfy39587p07