Skip to content

বিশ্বাস-বন্ধন-অবিশ্বাস-কবিতা ও কিছু এলোমেলো কথা

ব্লগারের প্রোফাইল ছবি


শুদ্ধতম ভালোবাসার প্রতিটি প্রতিমূর্তি এক একটি কবিতা
ভালোবাসার অপর পিঠ,
ভেঙ্গে যাওয়া হ্রদয়ের প্রতিটি আর্তনাদ এক একটি কবিতা।

আমি আমার বন্ধুদের বলছি,
ভালোবাসার,আত্মার বন্ধনের একমাত্র সূর্যসম শক্তি বিশ্বাস
দৃঢ় বিশ্বাসী হৃদয়ের প্রতিটি বন্ধন এক একটি কবিতা।

আমি বলছি, সেই শক্তির কথা যা তোমার আমার বন্ধন কে দৃঢ় করেছে,
যা তোমাকে আমাকে সীমাহীন দুরুত্ত থেকেও একত্রিত করেছে।

আমি আমার বন্ধুকে বলছি,যে নর-নারি তোমাকে বিশ্বাস করে
তার বিশ্বাস কে তুমি ভেঙ্গে দিও না,
আত্মার দৃঢ় বন্ধন তোমাকে মর্যাদাশীল করবে।

আমি লোভ-স্বার্থপরতা মিশ্রিত কলুষিত এক হৃদয় কে বলছি,
এক একটি বিশ্বাস এর ভাঙ্গন,এক একটি হৃদয় এর ভাঙ্গন,
তোমার, আমার, আমাদের সম্পর্কের ভাঙ্গন।

আমি বলছি কোন এক নরনারীর ভাঙ্গা হৃদয়ের পোস্টমর্টেম এর কথা
যেখানে জমা ছিল ঘৃণা, সন্দেহ,অবিশ্বাস।
যে আমৃত্যু লড়ে গেছে অবিশ্বাস-বিশ্বাসের দ্বন্দে।

আমি আমার ভাই, বোন,বন্ধুদের বলছি,যে তোমাকে বিশ্বাস করে
তার বিশ্বাস কে তুমি লালন করো।
শুদ্ধতম সম্পর্কের প্রতিটি লালিত বিশ্বাস এক একটি কবিতা।
তোমার,আমার,আমাদের চিরস্থায়ী বন্ধন এক একটি কবিতা।


ব্লগারের প্রোফাইল ছবি

অসাধারন।

*********************************

আমি তাদের দলে যারা নিকৃষ্টকে ভালোবাসে
নিকৃষ্ট থেকেই উৎকৃষ্টের সৃষ্টি....
তাই চেয়ে থাকে অবিরত অপলক দৃষ্টি......।।


ব্লগারের প্রোফাইল ছবি

ধন্যবাদ।

******

glqxz9283 sfy39587p07