Skip to content

মেগাসিটি

ব্লগারের প্রোফাইল ছবি

মোটা চিকু বগা বাটু কত শত মাইয়া

কেনা কাটা হাটা হুটা করে মলে আইয়া।

ক্যাপসুল খায় না ক্যাপসুলে চলাচল

কী ভীষণ ব্যস্ত বসুধা সিটিমল।খাওয়া দাওয়া আড্ডা ফিলডিং ফালডিং

ছেলেপুলে ব্যস্ত পেয়ে প্রিয় ডার্লিং।

ক্লান্ত এক ছোট ছেলে শুয়ে আছে ফুটপাথে।

নির্ভয়ে ঘুম যাবে এই খানে এই রাতে।

চাওয়া পাওয়া নাই তার নাই কিছু হারাবার

গরিবের এ মেগাসিটি আসলে কারাগার।


ব্লগারের প্রোফাইল ছবি

ঢাকায় আইসাই কি বসুন্ধারা সিটিতে গেলেন Wink


ব্লগারের প্রোফাইল ছবি

@শাহ্‌নাজ আপু, Tongue Tongue Tongue


ব্লগারের প্রোফাইল ছবি

দারুন লাগল ছড়াটি। ধন্যবাদ।


ব্লগারের প্রোফাইল ছবি

হ রে ভাই কারাগার.. ঢাকার বাইরে বেড়াতে যামু ...। এইখানে আর ভালো লাগে না =((


ব্লগারের প্রোফাইল ছবি

ভালো লাগলো ! ঢাকা আসলেই বিশ্রি লাগে আমার ।

------------------------------------------------------------------------------------------------
এই ব্লগটারে ভালোবাসি... আসি বা না আসি,থাকি বা না থাকি... নেটে এইটাই আমার নিজের ঘরবাড়ি।

glqxz9283 sfy39587p07