Skip to content

একটি প্রাচীন বাংলার কবিতা

ব্লগারের প্রোফাইল ছবি

কুলকামিনীর অঙ্গে কর নিরীক্ষন।
সকল সুখের স্থান হবে নিরুপন।।
ভালে ভালে চন্দনগর শোভা পায়।
চুঁচুড়ার সং দেখ চুলের চূড়ায়।।
সিঁথীর বাগানে বাবু যাও নিতি নিতি।
কপাল জুড়িয়া আছে দেখ সেই সিঁথী।।
ভুরুষুট পরগনা ভুরুতে নির্যাস।
তার গুন কহিব কি ভারতে প্রকাশ।।
কানপুর শুনেছ কেবল মাত্র কানে।
সচক্ষে দেখ বাবু যুবতীর স্থানে।।
শোনা আছে দানাপুর দেখা নাই তার।
সোনাদানাপুর পাবে নারীর গলায়।।
নগরের মধ্যে এক কলিকাতা সার।
প্রতি পথে কতশত মজার বাজার।।
কিন্তু দেখ অঙ্গনার অঙ্গ সহকার।
বুকে দুই কলিকাতা অতি চমৎকার।।
এ কলিকাতায় সব দেয় রাজকর।
সেই স্থানে রাজাকেও দিতে হয় কর।।
কটি আভারনছলে দেখ কান্চ্ঞিপুর।
চন্দ্রকণা চন্দ্রাহারে দেখিবে প্রচুর।।
অপূর্ব নগর দেখ যার নাম ঢাকা।
শিল্পবিদ্যা সেখানে কত আঁকাবাঁকা।।
কি দেখেছ রসরাস এ কোন নগর।
রমনীর অঙ্গে আছে ত্রিকোন নগর।।

কবিতাটি সম্ভবত ১৭শ শতকের দিকে লেখা। বলা বাহুল্য একজন উর্বশী নারীর নবযৌবনের কেচ্ছা বর্ননা করা হয়েছে। আমাদের কালিদাস, জয়দেব সম্ভবত এ ধরনেরই কবিতায় লিখতেন। তখন এগুলোকে কেউ অশ্লীল বলত না, বরং বিভিন্ন পূজা, পার্বন , ফেস্টিভাল, কার্নিভালে এই বাংলাতেই এইসব কবিতা,গান সুর করে গাইত পথশিল্পীরা। কিন্তু আধুনিকতার চশমা পরে আমরা তাদেরকে অশ্লীল বানিয়ে দিই। অশ্লীলতার গলা পানিতে ডুবে থেকেও পুরাতন সবকিছুকে অশ্লীল বলাটা আমাদের ফ্যাশানে পরিনত হয়েছে।


ব্লগারের প্রোফাইল ছবি

অন্যরকম; ভালো লেগেছে উস্তাদ।
smile :) :-) smile :) :-)

_____________________

ক্ষুদ্র স্বার্থ ভুলে মুক্তির দাঁড় টান।


ব্লগারের প্রোফাইল ছবি

এখানে উস্তাদির কিছু নেই। যাষ্ট তুলে দিলাম।
পড়ার জন্য ধন্যবাদ।
smile :) :-)


ব্লগারের প্রোফাইল ছবি

খুঁইজ্জা বাইর করছেন এর লাইগ্যা উস্তাদ কইলাম। রাগ হইছেন? উক্কে ভালো হইছে সাগরেদ।
এবার খুশি। Wink Wink

_____________________

ক্ষুদ্র স্বার্থ ভুলে মুক্তির দাঁড় টান।


ব্লগারের প্রোফাইল ছবি

অসাধারণ কবিতা

------------
অকিঞ্চন
banglaydebu.blogspot.com


ব্লগারের প্রোফাইল ছবি

আপনিও Shock


ব্লগারের প্রোফাইল ছবি

আমি না, আমার পূর্বপুরুষেরা সেইরাম নষ্টামি করত।
Wink


ব্লগারের প্রোফাইল ছবি

ভালো লাগলো।

*************************************************************************************
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।

glqxz9283 sfy39587p07