Skip to content

ইসলামের ভিতরে না বাইরে?

ব্লগারের প্রোফাইল ছবি

"নামাজ-রোজা-যাকাত এবং হজ্জ" এসব দিক থেকে আমি মোটামুটি OK.
দৈহিক -মানসিক এবং আর্থিকভাবেও OK.

কিন্‌তু "ইসলামী শাসন বা খিলাফত বা কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলনে বা সংগঠনে"
নিজেকে কোনভাবেই যুক্ত করি নাই;করার ইচ্ছেও নাই।

আমার অবস্থান ইসলামী জিন্দেগীর ভিতরে না বাহিরে?


ব্লগারের প্রোফাইল ছবি

ভাই , ব্লগ লিখলেন নাকি ফেসবুক স্ট্যাটাস ?

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
" যারা পাকিস্তানের সাথে রিকন্সিলিয়েশন এর ধুয়া তোলে , থুথু ছিটাই সেসব বেজন্মাদের মুখে "


ব্লগারের প্রোফাইল ছবি

ধর্ম নিয়েও কেহ কেহ ব্যবসা করে,
অার না হলে বলেন এক ধর্মের ভিতর কি এতগুলা দল থাকতো?

*****************************************************************
"মানুষ মানুষের জন্য"


ব্লগারের প্রোফাইল ছবি

ঠিক ব্যবসা না। ধর্মবোধের চেয়ে নিজের "অহংবোধ"কে বশী প্রধান্য দেয়।


ব্লগারের প্রোফাইল ছবি

শইলডা ভালা চাতক ভাই?

--------------------------------------------------------------------------------
ধর্ম হচ্ছে বিশ্বাস। বিশ্বাসে কোন যুক্তি প্রমাণের প্রয়োজন পড়েনা।


ব্লগারের প্রোফাইল ছবি

আপনে দেখি লাইগ্যা আছেন।ভাল।


ব্লগারের প্রোফাইল ছবি

আপনার অবস্থান কোথায় তা আপনার সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানার কথা নয়। এমন কি আপনার নিজেরও নয়। আপনি শুধু এটুকুই জানতে পারেন যে আপনি আপনার সৃষ্টিকর্তার দিকে তাঁরই ইচ্ছায় এগুচ্ছেন কিনা। এ প্রশ্নের উত্তর যদি আপনার কাছে "হাঁ" হয় তবে আপনি মনে করতে পারেন যে আপনার অবস্থান হয়তো ভিতরে।

-------------------------------------------------------------------------------------------------

মানুষের দোষে ধর্ম দোষী
রাজা'র দোষে রাজ্য দোষী।


ব্লগারের প্রোফাইল ছবি

ইসলামী জিন্দেগীর মূল বিষয় হচ্ছে, আল্লাহর বিধি-বিধান মেনে নেয়া এবং তা পালন করা। এজন্য কুরআনের ভাষায় কুরআনকে বুঝে আমল করা। আর কিভাবে আমল করা যাবে? সেটা দেখিয়েছেন আমাদের প্রিয় নবী (সাঃ)।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ন্যায়ের কথা বলতে আমায় কহ যে
যায় না বলা এমন কথা সহজে

glqxz9283 sfy39587p07