Skip to content

সিডর

ব্লগারের প্রোফাইল ছবি

তুমি শুনতে পাচ্ছো আমার বিস্ফোরিত চিৎকার
তোমার ফুলকিতে ঝলসে দাও আমার শরীর
আর কি চাই তোমার? কতগুলো তাজা হৃদপিন্ড?
ভাসিয়ে দাও আমায় জ্বলন্ত শোকগঙ্গায়

ভাসিয়ে দাও গরীব কৃষকের সোনালী ফসলের ক্ষেত
ডুবিয়ে দাও জেলের শেষ সম্বল ঐ ছোট্ট নৌকাটিও
ভেঙ্গে দাও বাধ, ভেসে যাক লোকালয়।
ছিনিয়ে নাও ঐ অনাথ পঙ্গু শিশুর মুখে
তুলে দেয়া সাদা ভাতের হাড়ি

আর কত চাই তোমার? তুমি জানো না,
মৃত্যুই যাঁদের জীবন, তার আর কিসের ভয়?
পূর্বে তোমার শ্রদ্ধেয় জ্ঞাতির আগমনেও
আমরা ভয় পাইনি, আমরা হারিনী।
জেনে রাখো, এবারো হারবো না।

আর কি চাই তোমার? কতগুলো তাজা হৃদপিন্ড?

১৯ নভেম্বর, ২০০৭
সন্ধ্যা ৬ঃ০০টা
শরণখোলা, বাগেরহাট।


ব্লগারের প্রোফাইল ছবি

আর কত চাই তোমার? তুমি জানো না,
মৃত্যুই যাঁদের জীবন, তার আর কিসের ভয়?
পূর্বে তোমার শ্রদ্ধেয় জ্ঞাতির আগমনেও
আমরা ভয় পাইনি, আমরা হারিনী।
জেনে রাখো, এবারো হারবো না।

অসাধারন সংকল্প ।প্রতিটা বাংলাদেশির মাঝে বেচে থাকুক এই প্রতিজ্ঞা।

Pavel

glqxz9283 sfy39587p07