Skip to content

-কল্লোল--এর ব্লগ

ব্লগারের প্রোফাইল ছবি

আসল কথা!!!!বসিয়াই কি কাটিবে রজনী
চাদনী ভরা এই রাতে?
চাদের আলো আড়ালে গেছে
কি জানি কী ভেবে?

শিয়ালের হাক থামিয়া গেল
শুনিতে মোদের কথা।
বাতাস এসেছে ঝিরি ঝিরি ধারায়
বাড়াতে কোন ব্যথা।

ব্লগারের প্রোফাইল ছবি

কান্দি কান্দি কলা।হুজুর হা হা, হুজুর বা বা
রাস্তা দিয়া চইলা যায়
কান্দি কান্দি কলা।
শুকনো গুয়ে গুতো মেরে
নিচের কাপড় মাথায় তুলে
ধরলা একি গলা!!!!

ব্লগারের প্রোফাইল ছবি

একাকি বেহেসত !!!?

নিজ বাচিলে, বাচে বাপের নাম।
মানিলাম।
মরিয়া গেলে বাপ
নামের কি কাম?
পানিতে ডুবিয়া একসাথে
সাঁতারে পাড়ে উঠে
বাবাকে খুঁজিলাম।
কাঁদিয়া বুক ভাসায়ে
মরা বাপের ছবি টার
কোটি টাকা দাম?

ব্লগারের প্রোফাইল ছবি

পুরুনো পথ নতুন রেল!!!একি নতুন বাসায় পুরুনো বাড়ি
চলছে এক সংগে?
সাজনা গাছে দোলনা বাধি
ঝুলছে কোন রংগে ?

ব্লগারের প্রোফাইল ছবি

পানকৌড়ি সেতু
কোন কিছুই বাকি নেই।
রাত জাগা পাখির মত
আবার আমাকে মেলিতে হবে
কোন ঠিকানার পানে পাখা।

ব্লগারের প্রোফাইল ছবি

শান্তির মাটি

আমার সোনার বাংলা, মাগো
কতদিন আর চুপ করে থাকবে?
পায়ে ধরে বলছি,
দে না বলে মোরে;
জহির রায়হান কোথায়
আছে কোন কবরে?
ওয়াদা করলাম স্টপ জেনোসাইড
দেখাবো না আর তারে।

ব্লগারের প্রোফাইল ছবি

হুলো গায়ে জল দে।

উঠিয়াছে শিকড় গাছের উপর
হাকিয়াছে বাজ ছান

ব্লগারের প্রোফাইল ছবি

ফকির বাবা

নবান্ন-ঘর অন্নহীন হাতে
সোনার চাঁদর গায়ে।
ফকির নেমেছে দিতে
মুরিদের আস্তানাতে ।

সকল হাত দয়া ভরে
দোয়ার লাগি পুতুল মনে।
বসে আছে শিশুর চোখে
অচিন ফু পাবার সাধে।

ব্লগারের প্রোফাইল ছবি

কাকের খাঁচা

সুরেলা আকাশ, নীলাভ দ্যোতি
বিষ মাখা মুখে।
আমার ঘরের আমার আগুন
পুড়ে জনে জনে।

সরল কথায় গরল জড়িয়ে
পদাবলি গানে।
আমার কারনে আমার মিতালি
বৈরিতার সনে।

লেখার কলম ঘুমাতে পারেনি
কোটি তম: রাতে।

ব্লগারের প্রোফাইল ছবি

হায়রে বারো বছর!!!!!জানি তোমাকে বলিতে পারি নি
তাই বলে কি তুমি বুঝ নি?
গাছের মত পাতা ধরে
দেয়ালে দেয়ালে লিখা লিখে
হয়তো আমি জানতে তোমায়
আজো পারি নি।

Syndicate content
glqxz9283 sfy39587p07