Skip to content

-কল্লোল--এর ব্লগ

ব্লগারের প্রোফাইল ছবি

ভুতের নগর সরিষা নাগর

ভুল করেছি , সেও আমার লাগি?
নিজের ঘরে নিজের দ হন
এ যে কারো না কার লাগি ।
পাতাল রথ খুলা আকাশ
জীবন মরুভুমি /


সিদ কেটেছি কুলাবাধা হাতে,
পড়নের কাপড় ছাড়া
পথটা চলে একে বেকে ।।
পাথর হাসি শি

ব্লগারের প্রোফাইল ছবি

আধার তরী

শুনেছি আবার কোন কলকলধৃনি
পায়লে পাপড়ি দহন বাতাস
বাড়িয়ে যায় জৃালা চিরকাল
আমারে এমনি ।

দেখেছি আবার গগন লালশাড়ি ।
পুড়ে পুড়ে কালো মেঘ
মাটির পানি চুষে নেয়
সারাটা বছর ভরি,


মেনেছি কা

ব্লগারের প্রোফাইল ছবি

সাইয়ের সাথে

আমার এই প্রয়াস সাইয়ের কাছে


সাই ডুগডুগি বাজিয়ে
আমায় দে না।
ছেড়া তারের ছেড়া টানা
জোড়া লাগাই দেনা
ও সাই ডুগডুগি আমায়
বাজিয়ে দেনা।

ব্লগারের প্রোফাইল ছবি

ফিরিবে সুরালুয়ে সুরালয়

দেবালয়ে ফিরিতে চাই
পণ্যের সাথে বিপন্য হয়ে।
পুরুনো সেই ক্যামপাসে আবারো
জাগাতে চাই চর জাগা নদীরে।

ব্লগারের প্রোফাইল ছবি

ছয় জীবন!

এনে ছিলাম শাপলা শালুক
হরিণের পায়ে করে।
মাটির বুকে ঘাসের আবাদ
জীবন রুপ বেয়ে।

সারাটি রাতি তারা সাথি
গোপন চাদ ধরে
বসেছিলাম রেলিং পাশে
মন-ছবি চোখে।

ব্লগারের প্রোফাইল ছবি

নিজের মন আপনার চোখ

সকল ভুলে বিছানা জমিন
হাত বুলায়ে যায় মানবেরে।
নিজের খুশি কোদাল চালা্যে
গুনে গুনে রস পান করে সকলে।

ব্লগারের প্রোফাইল ছবি

পেছনের সামনে

পুলিকিত মন , বারি মেশানু আখি
ডাকিছে সবারে,
একবার জীবনে যাহা আসে
ফিরায়ে দিতে তাহা বারে বারে,

চালা বেয়ে পড়া পানি জীবন
ছলছলিয়ে চলনা করে
দু হাত জোড়ে ভিগ মাগে
দুয়ারের মাটি ছুয়ে।

ব্লগারের প্রোফাইল ছবি

নবাসুর

এ কেমন কথা?হোট করেই এসে গেল আজ ।
শরতের শাড়ি পড়ে, বেদনা ভরা আখি নিয়ে
এসে গেল আবার শিববিলাসিনী নতুন সাজ।

ব্লগারের প্রোফাইল ছবি

ছুয়া

এসছে ছুতে কলংকী নদী
দানের ভান্ডার হাতে।
কল কল রবে খোয়াই নামে
ছুয়ে গেল শহরটারে।

উজানের চিঠি নিয়ে চলে
সবেগে ভাটিতে।
ফসলের বুকে চুমি মারে
পরবধুর ঠোটে।

ব্লগারের প্রোফাইল ছবি

অত্যাচার !!!!

(আমার ভাল লাগা, বেলের কাটা ভাই কে )

উনুন নোলক ঝুলিছে
খড়ের শীতল অন্ল পরশে।
যতনে রাধে বধু মাতা
শত জনের মনের শাসনে ।
সুযোগে হামাগুড়ি দিয়ে শিশু
নিয়েছে স্তন পান করে।
মায়ের চোখ কেবল উনুনে
মন আজ অন্ন ব্যন্জনে ।

Syndicate content
glqxz9283 sfy39587p07