Skip to content

আজও আদিবাসীদের মেনে নিতে পারলেন না আর রোহিঙ্গাদের জন্যে মায়াকান্না দেখাচ্ছেন! মানুষ হন, মানুষ হন।

ব্লগারের প্রোফাইল ছবি

আজ থেকে প্রায় ২৫০/৩০০ বছর বা তারও অধিক সময় আগে আরাকান থেকে পার্বত্য চট্টগ্রামে যদি আদিবাসীরা এসে থাকেন এবং এখনও বাংলাদেশের রাজনীতিকদের কাছে উপজাতি হিসেবে বিবেচিত হয়ে থাকে তবে বার্মায় রোহিঙ্গা বাঙালিদের শোষিত হওয়াতে নীতিগতভাবে দোষের কিছু দেখিনা। বরাবর হিসাব মিলিয়ে দেখেন।
শোনেন, এই জমিগুলো এক ছিল। এ.কে ফজলুল হক, জিন্নাহ, গান্ধী, আর ব্রিটিশ মাতুব্বরেরা এই জমির বুকে রক্তের বেরিকেড দেয়ার আগে এই দেশটা এক ছিল। বাংলাদেশ, ভারত, পাকিস্তানতো আছেই। সেকালে নেপাল, সিংহল, আরাকান, সবই এক সুতোয় গাঁথা ছিল। অবিভক্ত ভারতীয় উপমহাদেশের রাজ্য ছিল সব।
এই যে রোহিঙ্গা, আদিবাসী শব্দগুলো, এসব ওই ন্যাংটো শয়তানটা, আর টুপির লেবাসধারী শয়তানগুলোর গুটিবাজির আগে কিছুই ছিলনা। আমার কথায় কান দেয়ার দরকার নেই। ১/১৫০ বছর আগের লিখিত সাহিত্যগুলো পড়ুন, ইতিহাসগুলো দেখুন।
আজও আদিবাসীদের মেনে নিতে পারলেন না আর রোহিঙ্গাদের জন্যে মায়াকান্না দেখাচ্ছেন!
মানুষ হন, মানুষ হন।


ব্লগারের প্রোফাইল ছবি

জি ভালো লিখেসেন।

glqxz9283 sfy39587p07